কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২ অক্টোবর, গান্ধি জয়ন্তীর দিন থেকে শুরু হতে চলেছে সেই কর্মসূচি। বাংলা থেকে কর্মী-সমর্থক, নেতা, বিধায়কদের নিয়ে যেতে আগেই স্পেশাল ট্রেনের জন্য রেলের কাছে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। ২০টি স্লিপার কোচ যুক্ত বিশেষ ট্রেন চাওয়া হয়েছিল। কিন্তু রেলের কাছে বিশেষ ট্রেন চেয়েও পায়নি তৃণমূল। তাই শনিবার সকালে কলকাতা থেকে দিল্লির পথে রওনা দিল ৫০টি বাস।
প্রতিটি বাসে ৭০ টি সিট থাকছে। ভলভো সংস্থার স্লিপার বাসগুলিতে যাত্রীদের জন্য খাবার, ওষুধ, মেডিক্যাল কিটের যথেষ্ট ব্যবস্থা রয়েছে বলেই তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের কর্মী-সমর্থক ও জব কার্ড হোল্ডার মিলিয়ে মোট ৫ হাজার জনকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিন সকাল সাড়ে ৮টায় বাসগুলি ছাড়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। দেরী হয়েছে অনেকটাই। সকাল ১১ টার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বাসগুলি ছেড়েছে।