পঞ্চায়েত ভোটে ফের হিংসার বলি। শনিবার গভীর রাতে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে বাসন্তীর এক তৃণমূল কর্মীর। তিনি ভোট চলাকালীন রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পরেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় তাঁর।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ২৪১ নম্বর বুথের সামনে আরএসপি-তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয়। আরএসপি-র বিরুদ্ধে ভোট লুঠের চেষ্টার অভিযোগ আনে শাসকদল। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল কর্মী আজহার লস্কর-সহ ১০ জন। তাঁদের উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজহারের অবস্থার অবনতি হয়। তাঁকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। কিন্তু শনিবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃত তৃণমূল কর্মী বাসন্তীর রাধারানিপুরের বাসিন্দা।
অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তি অব্যাহত। রবিবার সকাল থেকে হিরানন্দপুরে নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়তে থাকে, চলে ইটবৃষ্টি। বোমার শব্দে আতঙ্কিত গ্রামবাসীরা। খবর পেয়েও গ্রামে ঢুকতে পারেনি সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।