উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে গুলি করে খুন। রবিবার রাতে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় তাঁর।
বর্তমানে অশোকনগরের গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বিজন দাস। এরআগে গুমা ১ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন তিনি। এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল। রবিবার রাতে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, রবিবার রাতে তিনি দলের এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী এবং আরও কয়েক জনের সঙ্গে তাঁর বচসা হয়। ওই ব্যবসায়ীর নাম গৌতম দাস।
পুলিশ সূত্রে খবর, বচসা চলাকালীন এক দুষ্কৃতী বিজনের খুব কাছে খুব কাছে পৌঁছে যায় এবং তাঁকে গুলি করে। পর পর দু’টি গুলি করা হয় বলে অভিযোগ। বিজনের কানে এবং মাথায় গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় বিজনকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিজনের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, “মর্মান্তিক ঘটনা। বিজনের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। পুলিশ তদন্ত করছে।”