নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন হুগলির দুই তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের বহিস্কার করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন রাজ্যের মন্ত্রী তথা দলের মুখপাত্র শশী পাঁজা। তাঁর সঙ্গে ছিলেন আরেক মন্ত্রী ব্রাত্য বসু। এদিন শশী পাঁজা বলেন, ‘আমরা বরাবর বলে এসেছি, আমরা এই দুর্নীতির সমাধান চাই। যাঁরা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের রেয়াত করা হবে না’। উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বহিস্কার করেছিল তৃণমূল।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা বলেন,‘তৃণমূল কখনওই দোষীদের সমর্থন করেনি। বরং তারা চায় এই দুর্নীতির তদন্তে গতি আসুক। দ্রুত এর সমাধান হোক। এই প্রক্রিয়ায় যাঁদের নাম প্রকাশ্যে এসেছে, দল তাদের বিরুদ্ধে পদক্ষেপও করেছে। আর এখানেই অন্যান্য দলের সঙ্গে তৃণমূলের ফারাক। তৃণমূল অভিযুক্তদের সমর্থন করে না। অথচ বিজেপিকে দেখা গিয়েছে, স্পষ্টতই তাদের দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের জামিনের জন্য তদ্বির করতে।’
এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গরু পাচার মামলায় বর্তমানে দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু তৃণমূল এখনও পর্যন্ত তাঁদের বহিস্কার করেনি। বরং তাঁদের পাশেই দাঁড়িয়েছে। কিন্তু কেন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।