উত্তরপ্রদেশে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। তার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিভিন্ন কলেজের গেটেও তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিবাদ জানানো হয়।
বারাণসী বিমানবন্দরে নেমে সড়কপথে বারাণসী ঘাটের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ঘাটের প্রায় ২ কিলোমিটার আগে, একটি জায়গায় বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে । এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে ,দাবী তৃণমুল কংগ্রেসের। কলেজ স্ট্রীটে কালো পতকা গায়ে জড়িয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই মিছিলের নেতৃত্ব দেয় ছাত্র নেতা তৃনাঙ্কুর ভট্টাচার্য। পাশাপাশি এই দিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে তৃণমুল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। গানে গানে প্রতিবাদে মুখর হন তারা।
বৃহস্পতিবার দুপুরে মালদার পাকুয়া হাট কলেজের সামনে বিক্ষোভ দেখায়। একই সঙ্গে জলপাইগুড়ির ধুপগুড়িতে সুকান্ত মহাবিদ্যালয়ের সামনেও বিক্ষোভ সামিল হয় ছাত্ররা। এদিন ডিবিসি রোডে বিজেপি জেলা কার্যালয়ের সামনে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা।বীরভূমের দুবরাজপুর কৃষ্ণ চন্দ্র কলেজেও বিক্ষোভে সামিল হয় তূণমুল ছাত্র পরিষদ। কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা। পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনার বারাসাত কলোনি মোড় এ প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। বিবেকানন্দ মূর্তির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তারা।