দলীয় বৈঠক চলাকালীন তৃণমূল পার্টি অফিসে বোমাবাজি। অভিযোগের আঙুল উঠেছে এলাকার জয়ী নির্দল প্রার্থী আহম্মদ আলি মণ্ডলের বিরুদ্ধে ৷
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর সংলগ্ন শুড়িপুকুর এলাকার ঘটনা।শুক্রবার রাতে বোমা ছুড়ে পালানোর সময় পার্টি অফিসের পাশে একটি ব্যাগে বেশ কিছু তাজা বোমা রেখে যায় দুষ্কৃতীরা । ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ৷ এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
তৃণমূলের অভিযোগ, পার্টি অফিস লক্ষ্য করে এদিন দু’টি বোমা ছুড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় হামলাকারীরা । তার জেরে কার্যালয়ের দেওয়াল ফেটে গিয়েছে । ঘটনায় এলাকার জয়ী নির্দল প্রার্থীর ভূমিকা রয়েছে বলে অনুমান শাসক শিবিরের। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন জয়ী নির্দল প্রার্থী আহম্মদ আলি মণ্ডল । তাঁর দাবি, তিনি এখনও তৃণমূল সমর্থক। তবে তৃণমূলের অভিযোগ অস্বাকীর করে পালটা শাসকদলের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন জয়ী নির্দল প্রার্থী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।