দেশ ব্রেকিং নিউজ

Election Result 2023: মেঘালয়ে খাতা খুলল তৃণমূল

প্রথমবার মেঘালয় বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেই খাতা খুলল তৃণমূল-কংগ্রেস। নাগাল্যান্ডে ফের ক্ষমতায় বিজেপি ও সহযোগীরা। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে।

ত্রিপুরায় বিপর্যয়ের সম্মুখীন হলেও মেঘালয়ে অবশ্য প্রথমবার ভোটে লড়ে পাঁচটি আসনে জয় পেয়েছে তৃণমূল-কংগ্রেস। যদিও এই বিধায়কদের ধরে রাখাই এখন তৃণমূল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। ইস্ট-খাসি জেলার নংথাইম্মাই কেন্দ্রে জয় পেলেন তৃণমূল প্রার্থী চার্লস পিংগ্রোপ। তিনি মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিকটবর্তী প্রার্থীর থেকে ২০০০ এর বেশি ভোটে জয়ী হলেন চার্লস।

এছাড়াও নংথাইম্মাই কেন্দ্র, আম্পাতি আসনেও জয় পেল তৃণমূল-কংগ্রেস। ওই আসনে তৃণমূল এর মিয়ানি ডি সিরা জয়ী হলেন। ২০০০ হাজারেরও বেশী ভোটে জয়ী হলেন তৃণমূল প্রাথী। নিকটবর্তী এনপিপিকে হারিয়ে জয়ী হল তৃণমূল। এছাড়াও মেঘালয়ে দাদেঙ্গি আসনেও জয়ী তৃণমূল। এনপিপিকে হারিয়ে জয়ী হয়েছেন রূপা এম মারাক। তবে উল্লেখযোগ্য টিকক্রিকিলা আসনে হেরে গেলেন মুকুল সাংমা। যদিও তিনি দুটি আসনে লড়ছেন। অন্যদিকে সনশাক আসনে জয়ী তিনি।

বিভিন্ন সর্বভারতীয় এক্সিট পোলের হিসেব অনুযায়ী আগেই দেখা গিয়েছিল ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীরা। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যাবে। ফলাফলেও তেমনটাই দেখা গেল।

এক নজরে দেখে নিন ফলাফল:

•••ত্রিপুরা•••

• বিজেপি+ — ৩৩

• বাম+কংগ্রেস — ১৪

• ত্রিপা — ১৩

• তৃণমূল — ০

• অন্যান্য — ০

•••মেঘালয়•••

• এনপিপি — ২৫

• তৃণমূল — ৫

• বিজেপি — ৩

• কংগ্রেস — ৫

• অন্যান্য — ২১

•••নাগাল্যান্ড•••

• বিজেপি+ — ৩৭

• এনপিএফ — ২

• কংগ্রেস — ০

• অন্যান্য — ২১