এবার আরও বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি। বৃহস্পতিবারই এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছে। তার আগে কমিটির কয়েক জন সদস্যকে খসড়া সুপারিশ পাঠানো হয়েছে।
সূত্রের খবর, ৫০০ পৃষ্ঠার সেই খসড়া রিপোর্টে মহুয়ার লোকসভার সাংসদ পদ শুধু খারিজের সুপারিশ করা হয়নি, ফৌজদারি তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে। মহুয়ার বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে।
এথিক্স কমিটি যে সুপারিশ করতে চলেছে, তার প্রক্রিয়া এক প্রকার শুরু হয়ে গেছে। তবে, এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এটি। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক রয়েছে। সেখানে এই খসড়া রিপোর্ট পেশ করা হবে। তার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই রিপোর্ট বৈঠকে পাশ করানো হবে। এথিক্স কমিটিতে ১৫ জন সদস্যের মধ্যে বিজেপি তথা শাসক জোটের এমনিতেইসংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে খসড়া রিপোর্টটাই কমিটির চূড়ান্ত সুপারিশ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।