দেশ লিড নিউজ

লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ। শুক্রবার এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর ধ্বনি ভোটে প্রস্তাব পাশ হয় লোকসভায়। এরপরই লোকসভার অধ্যক্ষ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি লোকসভা সাংসদ হিসাবে পাওয়া আইডি ও পাসওয়ার্ড দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানি-সহ অন্যদের দিয়েছেন৷ তারা মহুয়ার নামে প্রশ্ন জমা দিয়েছেন৷ যেটা নিয়মানুযায়ী তারা করতে পারেন না৷ তাছাড়া দর্শন হীরানন্দানির কাছ থেকে তিনি অর্থ-সহ নানা সুযোগসুবিধা নিয়েছেন৷ অর্থের বিনিময়ে প্রশ্ন জিজ্ঞেস করেছেন মহুয়া৷ এথিক্স কমিটির রিপোর্টে তাই মহুয়াকে বহিষ্কার করার কথা বলা হয়েছে৷

এথিক্স কমিটির রিপোর্ট শুক্রবার লোকসভায় পেশ করা হয়৷ তারপর এই রিপোর্ট নিয়ে আধঘণ্টা আলোচনার পর মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব পাস হয়৷

লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর মহুয়া বলেছেন, “কোনো অর্থের লেনদেন হয়েছে, তার কোনো প্রমাণ নেই৷ আমি লোকসভার নিয়মাবলী ভালো করে পড়েছি৷ সেখানে আইডি, পাসওয়ার্ড শেয়ার করা যাবে না, এমন কোনো কথা বলা হয়নি৷ মোদী সরকার যদি মনে করে, এভাবে মুখ বন্ধ করতে পারলে তারা আদানির বিষয়টি থেকে বাঁচবে, তাহলে তারা ভুল করছে৷”