প্রয়াত ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। শুক্রবার ভোর ২টো ২০ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পার্ক স্ট্রিট কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন দলের বর্ষীয়ান নেতা-নেত্রীরা।