দেশ লিড নিউজ

তৃণমূল-এমজিপি জোট, কংগ্রেসকে খোঁচা মমতার

পানাজিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে তৃণমূল এমজিপি জোট ঘোষণা হল। তৃণমূল-এমজিপি জোটকে ‘যৌথ পরিবার’ বলেও উল্লেখ করলেন তিনি। এই জোট কেবল আসন সমঝোতার জোট নয়, এদিনের সভায় তা স্পষ্ট করে দেন মমতা। গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন যাতে তাঁরা এমজিপি-র নেতাদের সঙ্গে কথা বলে ইস্তেহার তৈরি করেন।

সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর ঘোষণা, “আমাদের জোট দেখে বিজেপি ভয় পেয়েছে।” পাশাপাশি নাম না করে কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, “ভোট কাটবেন না। গোয়ায় আমরাই জিতব। আমরাই সরকার গড়ব।” মমতা এদিন তাঁর ভাষণে বলেন, “বাইরের লোক নয়, গোয়ার উন্নয়ন করবেন গোয়ার মানুষই। দিল্লির দাদাগিরি চলবে না।”

মঙ্গলবার ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের দ্বিতীয় দিন। এদিন বিকেলে পানাজিতে সভা করেন তিনি। সভাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রবাদি গোমন্তক পার্টির শীর্ষ নেতৃত্ব। এদিনের সভায় বিজেপি বিরোধী অন্যান্য দলকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি, লখিমপুরে কৃষকদের গাড়িতে পিষে হত্যার ঘটনা নিয়েও সুর চড়িয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘চক্রান্ত করেই খুন, লখিমপুরকাণ্ডে রিপোর্ট দিয়েছে সিট। তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত নয়? এনিয়ে প্রধানমন্ত্রীর কথা বলা উচিত।’ এছাড়াও মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন মমতা।

উল্লেখ্য, ২০১৭ সালে গোয়ায় বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে অন্যতম কারিগর ছিল মহারাষ্ট্র গোমন্তক পার্টি। তাদের তিনজন বিধায়ক গেরুয়া শিবিরকে সমর্থন করে। ২০১৯ সালে জোট ছেড়ে বেরিয়ে আসে এই দল।