ভোটের আগে এবার সাংবাদিক বৈঠক ডেকে বিস্ফোরক দাবি বিজেপি প্রার্থীর। ২০২৪-এর লোকসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র তমলুক। এই আসনে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন যুব নেতা দেবাংশু ভট্টাচার্য৷
তমলুকের বিজেপি প্রার্থীর সন্দেহ, এবার তাঁকে নিয়ে ‘ফেক ভিডিয়ো’ প্রকাশ করা হতে পারে। শুধু তাঁকে নিয়েই নয়, কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে নিয়েও ‘ফেক ভিডিয়ো’ প্রকাশ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন বিচারপতি৷ এদিন সাংবাদিক বৈঠক ডেকে সেই আশঙ্কার কথা আগেভাগেই জানিয়ে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷