ব্রেকিং নিউজ রাজ্য

তৃণমূল ‘সর্বভারতীয়’ তকমা হারানোয় খুশির হওয়া পদ্ম শিবিরে

তৃণমূল কংগ্রেসের ‘‌সর্বভারতীয়’‌ তকমা কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। আর তাতে বেজায় খুশি বিজেপি। বঙ্গ–বিজেপি নেতারা টুইটের ঝড় তুলেছেন। সেখানে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সকলেই আছেন। এটা তৃণমূল কংগ্রেসের কাছে খুব অস্বস্তির বিষয়ও বটে। সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেখানে এমন ঘটনা নিঃসন্দেহে চাপের। এই পরিস্থিতিতে এবার বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের ‘‌সিম্বল’‌ চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ, মঙ্গলবার প্রাতঃভ্রমণে এসে ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি। সেখানে দিলীপ ঘোষ বলেন, ‘‌পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ধরনের দুর্নীতি হিংসা, মারামারি, সাম্প্রদায়িক হিংসা হচ্ছে তার ফলে সারা ভারত তৃণমূল কংগ্রেসের আসল রূপটা জেনে গিয়েছে। কোথাও কেউ আর ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে। প্রচুর টাকা খরচা করেছেন, গোয়া এবং ত্রিপুরায়। আর কোথাও ভোট পায়নি। তাই তাদের ভোটের পার্সেন্টেজ কমে গিয়েছে।’‌

এই ঘটনায় আইনি পথে যেতে পারে তৃণমূল কংগ্রেস। এটা শুনেই মেদিনীপুরের সাংসদের হুঁশিয়ারি, ‘‌আইনি পথে সবাই যেতে পারেন। আমি তো বলি নির্বাচন কমিশনের সামনে ধরনা শুরু করে দিন। ইঁট পাথর মারুন। যেটা তৃণমূল কংগ্রেসের কালচার। আদালতে গিয়ে কি হবে? নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই আদালত সম্মতি জানাবে। এখানে পঞ্চায়েত নির্বাচনেও তাই হয়েছে। সংবিধান নিয়মকানুন এরা কিছুই মানেন না। এই পার্টিটাকেই সম্পূর্ণভাবে ব্যান করা উচিত প্রাদেশিক বা সর্বভারতীয় নয়। পশ্চিমবঙ্গে একটা নির্বাচন তো শান্তিপূর্ণ হোক। না হলে একদিন না একদিন এই তৃণমূল পার্টির সিম্বলই চলে যাবে।’‌