বনগাঁ পৌরসভা এলাকায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনেরই পুনরাবৃত্তি হল এবারের লোকসভা নির্বাচনে। সরকারিভাবে এখনো সম্পূর্ণ ফল ঘোষণা না হলেও সূত্রের খবর মারফত জানা গেছে, বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডের একটিতেও জিততে পারেননি তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।
তথ্য অনুযায়ী, বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডেই বিজেপির জয়জয়কার। জয়ের ব্যবধানও যথেষ্ট বেশি। বেশ কয়েকটি ওয়ার্ডে সেই ব্যবধান প্রায় পাঁচশর বেশি।
সবকটি ওয়ার্ডেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সব মিলিয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে ২৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।