জেলা ব্রেকিং নিউজ

Gaighata Rape Incident: নির্যাতিতার পক্ষে সওয়ালের আর্জি তৃণমূল নেতৃত্বের

গাইঘাটার নির্যাতিতার পক্ষে সওয়াল করার আবেদন জানিয়ে সরকারি আইনজীবীদের কাছে দরবার বনগাঁ জেলা তৃণমূল সভাপতি ও কাউন্সিলরদের। বৃহস্পতিবার গাইঘাটা থানা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের কাণ্ডে এক নাবালক এক মহিলা ও দুই যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ।

শুক্রবার দুপুরে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ ও বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলররা বনগাঁ মহকুমা আদালতে উপস্থিত হয়ে সরকারি আইনজীবীদের কাছে আবেদন জানান নির্যাতিতার পক্ষে সওয়াল করবার জন্য এবং অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তারা। বনগাঁ মহকুমা আদালতের সরকারি মুখ্য আইনজীবী সহ সমস্ত সরকারি আইনজীবীরা তৃণমূল নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে জানান, সব সরকারি আইনজীবী ওই নির্যাতিতার পক্ষে সওয়াল করবে এবং অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই দিকে নজর রাখবে।

প্রসঙ্গত, বুধবার বিজেপির বুথ সভাপতির বাড়িতে এক নাবালিকার ওপর শারীরিক নিগ্রহ করেছে দুই যুবক এমনটাই অভিযোগ করে তৃণমূল। নাবালিকার ওপর নির্যাতন চালানো হয় বিজেপির মহিলা মোর্চার বুথ সভাপতির বাড়িতে। অভিযোগ, নির্যাতনের সময় বাড়িতে থেকেও মেয়েটিকে উদ্ধার করেনি বিজেপি নেত্রী পূর্ণিমা‌ সরকার। তবে বিজেপি নেতার দাবি ছিল, পূর্ণিমা সরকার বিজেপি নেত্রী নয় তিনি একজন সাধারন বিজেপি কর্মী। এরকম কোনো ঘটনা ঘটতে থাকলে পুলিশ প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।