সন্দেশখালি অশান্তির ঘটনায় এবার চার বিজেপি কর্মীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। এছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি কর্মীকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের আপাতত মিনাখা থানায় রাখা হয়েছে। সোমবারই তাঁদেরকে পেশ করা হবে বসিরহাট আদালতে। আদালতে পেশের আগে নিয়মানুযায়ী স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে রবিবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে সন্দেশখালি থানা ঘেরাও অভিযান হয়। থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তারই মাঝে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামেরই একটি বাড়িতে বৈঠক করছেন বলে খবর পান স্থানীয় মহিলারা। ওই বাড়ি থেকে টেনে বের করা হয় তৃণমূল নেতা তাতান গায়েনকে। বাঁশ, লাঠি হাতে মহিলারা তৃণমূল নেতার উপর চড়াও হন। রাস্তায় ফেলে বেশ কিছুক্ষণ ধরে চলে বেধড়ক মারধর। পোশাক ছিঁড়ে যায় তাঁর।
স্থানীয় মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগসাজশে ওই তৃণমূল নেতারা ভুয়ো ভিডিও তৈরি করছেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। তারই প্রতিবাদে চলে বিক্ষোভ। অবিলম্বে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহিলারা। বিজেপি উসকানোর কারণে অশান্তি বলেই দাবি তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং RAF নামাতে হয়। বিষয়টি নিয়ে রাতে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। অভিযোগ পেয়ে রাতেই শুরু হয় তদন্ত । রাতভর তল্লাশি চালিয়ে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছে একজন মহিলাও।