দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন রয়েছে। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় উত্তেজনা। ভাঙড়ের নলমুড়িতে বুথ এজেন্ট বসানোকে নিয়ে তৃণমূল-আইএসএফ-এর খন্ডযুদ্ধ শুরু হয়েছে। রাস্তায়, বুথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা। আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা আইএফএফের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ঘটনায় দুপক্ষের আহত বেশ কয়েজন।
ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ পৌছতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ আইএসএফ সমর্থকদের। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ চলে পুলিশের। থমথমে গোটা এলাকা। অন্যদিকে, সেন্ট্রল ফোর্স-এর দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ প্রার্থী নুর আলম খাঁন। গোটা ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন।