রাজনৈতিক ব্যক্তিত্বদের দলবদল করা কোন ব্যাপার নয় এ যেন আকছার হয়েই চলেছে। দলবদল মানেই রং বদল। আজ এই দলে তো কাল অন্য দলে।পুর নির্বাচনে পরেই নিজের দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার। পুরভোটের পর এই প্রথম দলের কোনো সাংগাঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরহাদ হাকিমের হাত থেকে দলের পতাকা তুলে নেন তিনি।
মঙ্গলবার নজরুল মঞ্চে এই বৈঠক থেকে দলের নতুন কমিটি গঠন করলেন তিনি। বৈঠকে,শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করে, নাম না করে বিরোধীদের রাম ,বাম,শ্যাম বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এই বৈঠকে নির্দল জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন, নির্দল প্রার্থীকে দাড় করিয়ে নিজের দলের প্রার্থীকে হারালে দল তাদের নাম কেটে দেবে।বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন বিজেপি গনতন্ত্র ধ্বংস করেছে। বিধানসভা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে এই মঞ্চ থেকে এদিন তৃণমূলে যোগদান করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এই মঞ্চ থেকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠিত হল আজ। যার দায়িত্বে অভিষেক বন্দোপাধ্যায় ,পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ চন্দ্রিমা ভট্টাচার্যের মতন প্রমুখ নেতৃত্বরা।
তমলুকের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৌমেন মহাপাত্র, নদীয়ার দায়িত্ব পেলেন কল্লোল খা, বনগাঁর দায়িত্ব পেলেন গোপাল শেঠ, এছাড়াও রাজ্যের প্রেসিডেন্ট হলেন চন্দ্রিমা। সর্বভারতীয় মহিলা প্রেসিডেন্ট পদে এলেন কাকলি ঘোষ দস্তিদার। সংস্কৃতি কমিটি প্রধান হলেন রাজ চক্রবর্তী।