ব্রেকিং নিউজ রাজ্য

তনিমা- সচ্চিদানন্দকে দল থেকে বহিষ্কার তৃণমূলের

কলকাতা পুরসভার নির্বাচনে এবারের প্রার্থীর টিকিট পান নি সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। অভিমানে তিনি নির্দল প্রার্থী হয়েছেন ‘জোড়া পাতা’ প্রতীক চিহ্ন নিয়ে। তনিমা ছাড়াও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন ঘাসফুল শিবির এর সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। এর পরে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে নির্দেশ পাঠায় দল। কিন্তু দুজনের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। অবশেষে দলীয় নির্দেশ অমান্য করার কারণে এই দু’জনকে বহিষ্কার করল তৃণমূল ।

৬৮ নম্বর ওয়ার্ডে, তৃণমূল প্রার্থী হিসেবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু সকলকে চমক দিয়ে তনিমা চট্টোপাধ্যায়কে টিকিট দেয় নি তৃণমূল৷বিদায়ী কোঅর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে টিকিট দেওয়ায় জোড়া পাতা প্রতীকেই এবার লড়ছেন তনিমা৷ পোস্টারের নীচে লেখা ‘সুব্রত মুখোপাধ্যায়ের নিজের বোন’৷

পাশাপাশি, ৭২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনিও। টিকিট না পাওয়ায় দু’জন নির্দল প্রার্থী হয়েছেন কিন্তু তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল দল। সেই নির্দেশ অনুযায়ী কাজ না করার জন্য এখন দল থেকেই বহিস্কৃত করা হল তাদের।

গত সপ্তাহে পুরভোট বৈঠকে, ‘যাঁরা টিকিট পাননি, তাঁরা যদি অশান্তি করেন বা দলকে হারানোর চেষ্টা করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে’ এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দু’জনকে দল থেকে বহিষ্কার করে সেই বার্তার হাতে-কলমে প্রমাণ দিল তৃণমূল।