লিড নিউজ

সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ তৃণমূলের

কলকাতা: নারদ কান্ডে হঠাৎ সিবিআই হানা৷ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল তৃণমূলের মন্ত্রী ও বিধায়ককে৷ এছাড়া প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়৷তারপরই কলকাতা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ৷

আজ সকালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল৷তাদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী৷ কিছুক্ষণ পর ফিরহাদের সঙ্গে বেরিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী দল। তারপর সিবিআইয়ের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের সঙ্গে বাহিনীর বচসা শুরু হয়।

রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা।পরে চেতলায় তারা রাস্তা অবরোধ করেন৷সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী ও সমর্থকরা৷ অন্যদিকে নিজাম প্যালেসের বাইরেও চলছে বিক্ষোভ৷

এদিকে বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে ফিরহাদ হাকিম জানান, তাঁকে নারদকাণ্ডে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও বলেন, আমাকে নারদকাণ্ডে গ্রেফতার করা হচ্ছে। আমি আদালতে যাবো। পাশাপাশি অভিযোগ করেন, তাঁকে কোনও আগাম নোটিস দেওয়া হয়নি।

এই মূহুর্তে নিজাম প্যালেসে সিবিআই দফতরে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম৷ এছাড়া কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ক।তাদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে৷

সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। অভিযোগ, বিধায়কদের গ্রেফতার করার আগে বিধানসভার স্পিকারের কোনও অনুমতি নেওয়া হয়নি৷