সম্প্রতি আদিবাসী মহিলাদের দণ্ডি কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। শাস্তির মুখে পড়তে হয়েছিল তপনের তৃণমূল নেত্রীকে। আদিবাসী ওই তিন মহিলাকে দণ্ডি কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় বাংলা বনধ ডেকেছিল আদিবাসী সিঙ্গেল অভিযান। এবার দন্ডিকাণ্ডে ওই তিনজন আদিবাসী মহিলার মধ্যে একজনকে দক্ষিণ দিনাজপুরের তপনে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের গ্রাম পঞ্চায়েতে শিউলি মার্ডিকে পঞ্চায়েতে নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এলাকায় প্রচারও শুরু করে দিয়েছে শিউলি। এ প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বর দাবি, দণ্ডিকান্ডের পর শিউলির ওপর দল ভরসা রেখেছে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে তাঁকে। যদিও এ বিষয়ে শিউলি মার্ডি বলেন,‘কোনও আদিবাসী মানুষ সরেনি। তাঁরা আরও বেশি তৃণমূলের ওপর ভরসা রেখেছে। মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে সেই জায়গা থেকে তৃণমূলের উপরই ভরসা করছে আদিবাসী সহ সাধারণ মানুষ।’
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধের শাস্তিস্বরূপ ৩ মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাঁকে।