ভোটের প্রচারে বেরিয়ে এবার ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়তে হল তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। বুধবার দুপুরে নন্দীগ্রামে ভেকুটিয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের যুব নেতা।
এদিন পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল দেবাংশুর প্রচার গাড়ি। টোটোয় চলছিল মাইক। সেখান থেকে তারস্বরে চলছিল ‘জনগণের গর্জন’ গান। সেই সময়েই রাস্তার ধারে বিজেপির পতাকা হাতে, পদ্ম ফুলের টুপি মাথায় কিছু স্থানীয় মানুষ ভিড় করেন। সেখান থেকেই দেবাংশুর সামনে উড়ে আসে ‘চোর চোর’ স্লোগান। অভিযোগ, বিজেপির সমর্থকরাই এই স্লোগান দিয়েছেন।
প্রসঙ্গত, সোমবারই কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়েছে। ২০১৬ সালের নিয়োগ প্যানেলের গোটাটাই বাতিল করেছে আদালত। আদালত নির্দেশনামায় উল্লেখ করেছে, ১৭ রকম ভাবে বেনিয়ম হয়েছে। হাইকোর্টের রায়ে কাজ হারাতে বসেছেন প্রায় ২২ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী।
এদিকে বিরোধী দলগুলি হাইকোর্টের রায়ের পর আরও ঝাঁঝালো আক্রমণ শানাতে শুরু করেছে রাজ্যের শাসক শিবিরকে। বিরোধীদের বক্তব্য, হাইকোর্টের রায়ে আরও স্পষ্ট হয়েছে নিয়োগে দুর্নীতির অভিযোগ। এসবের মধ্যেই এবার লোকসভা ভোটের প্রচারে নেমে ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়তে হল তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে।