নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করে কমেণ্ট তৃণমূল কর্মীর। বনমন্ত্রী উত্তর ২৪ পরগনা জেলাকে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেন বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সিন্টু ভট্টাচার্য। সিন্টু ভট্টাচার্যের নামে তৃণমূল কর্মী তন্ময় রায় রবিবার হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন ।লিখিত অভিযোগ পেয়ে পুলিশ সিন্টু ভট্টাচার্যকে ধরতে তল্লাশি শুরু করেছে।
বনমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে তার বিরুদ্ধে দল আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। হুঁশিয়ারি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির।এই ঘটনায় বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের অভিভাবক। তার হাত ধরে আমরা বনগাঁর মধ্যে এক দক্ষ সংগঠন তৈরি করতে পেরেছি । তার বিরুদ্ধে এমন মন্তব্যকে কোনো রকম ভাবে প্রশ্রয় দেওয়া হবে না।’
বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, ‘একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বন মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করায় তাকে এখন হন্যে খুঁজে বেরাচ্ছে পুলিশ। তাহলে ভাবুন একজন সাধারন মানুষ যদি এই মন্তব্য করত তাহলে তার কি হত ? এই ভাবেই আমাদের রাজ্য চলছে ।’
বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিন্টু ভট্টাচার্য এলাকায় তৃণমূল কর্মীর পাশাপাশি দক্ষ মৃৎশিল্পী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে দলের তরফে অভিযোগ দায়ের হওয়ার পর তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক সিন্টু। তার বাড়িতে দফায় দফায় হানা দিচ্ছে পুলিশ। অভিযোগ, পুলিশ তাদের নানাভাবে ধমকও দিচ্ছে। তাই এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সিন্টুর পরিবার।