ঘরে ইন্টারনেটের সমস্যা রয়েছে। তাতে কাজ করতে অসুবিধা হচ্ছে। তাই সেই সমস্যা থেকে মুক্তি পেতে গাছবাড়ি বানালেন এক শিক্ষক। যা দেখে হতবাক সকলে। এই উদ্যোগ চোখে পড়ল বেঙ্গালুরুর মাদিকেরি গ্রামে। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ঠিক কী হয়েছে? করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে। আক্রান্ত হচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে পঠনপাঠন জারি রাখতে একমাত্র উপায় অনলাইন এডুকেশন। ঠিক তখনই শুরু করেছিলেন শিক্ষক সিএস সতীশ। কিন্তু সমস্যা হয় তাঁর ইন্টারনেট সংযোগ ব্যবস্থায়। সঠিকভাবে নেটওয়ার্ক না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি। আর তার পরেই গাছবাড়ি বানানোর পরিকল্পনা নেন। মাটি থেকে প্রায় ২০ ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে গাছবাড়ি। ফলে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা এখন স্বাভাবিক।
স্থানীয় এলাকায় রয়েছে বেশ কয়েকটি ওয়াচটাওয়ার। যেগুলিকে ওই এলাকার মানুষরা আট্টাপল্লি নামে ডাকেন। চাষের জমিতে হাতি আক্রমণ করেছে কি না তা জানতেই ওই ওয়াচটাওয়ারগুলি থেকে নজরদারি চালানো হয়। সেখান থেকেই গাছবাড়়ি বানানোর পরিকল্পনা নেন শিক্ষক সিএস সতীশ। তিনি জানান, ঘরের ভিতর ইন্টারনেট সংযোগে সমস্যা হত। তাই গাছবাড়ি বানানোর সিদ্ধান্ত নেন। আর এতে অনেকটাই সুফল মেলে। এখন ইন্টারনেট সমস্যা অনেকটা দূর হয়েছে।
গাছবাড়ি বানানোর ফলে খুশি তাঁর ছাত্ররা। প্রাথমিক শিক্ষা মন্ত্রী এস সুরেশ কুমার পাহাড়ি এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি বলেন, ‘আমি চিফ সেক্রেটারি ও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি। যাতে মালনদ এবং বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ উন্নত করতে বিভিন্ন ইন্টারনেট সংযোগকারী সংস্থার সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করেন।’