ব্রেকিং নিউজ রাজ্য

যাত্রী সেজে হানা পরিদর্শকদের

বেসরকারি বাস–মিনিবাসে ইচ্ছামতো ভাড়া আদায়ে রাশ টানতে এবার যাত্রী সেজে হানা দেবেন পরিবহণ দপ্তরের পরিদর্শকরা। আগামী সপ্তাহ থেকেই মোটর ভেহিকেলসের ইনসপেক্টররা (এমভিআই) পুরোদমে রাস্তায় নেমে পড়বেন। গত ১৮ আগস্ট কলকাতার রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির সচিব বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলিকে বাড়তি ভাড়া না নেওয়ার কথা জানিয়ে কড়া চিঠি দিয়েছিলেন। যাত্রীরাই লাগামছাড়া ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছিলেন। কিন্তু তাতে তেমন কাজ না হওয়ায় এবার সরকারি পরিদর্শকদের ‘সারপ্রাইজ ভিজিটে’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর।

কী করবেন এই এমভিআই’রা? জানা গিয়েছে, বিনা নোটিসে আচমকা যে কোনও রুটের বাসে উঠে পড়বেন তাঁরা। যাত্রী সেজে নির্দিষ্ট দূরত্বের টিকিট কাটবেন। ভাড়া আদায়ে অনিয়ম দেখলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। যাত্রীদের সঙ্গে ভাড়া সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। সেখানে কোনও অসঙ্গতি ধরা পড়লে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অনিয়ম ধরা পড়লে সেই বাসের মালিককে জরিমানা করা হবে। চূড়ান্ত পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট বাসের পারমিট বাতিল করা হতে পারে।

এমভিআই’দের এই পরিদর্শন নিয়ে বেসরকারি বাস-মিনিবাস মালিকদের সংগঠনগুলির মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। সিটি সুবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহার কথায়, এই ভিজিট চালু হলে গণ পরিবহণ মুখ থুবড়ে পড়বে। কারণ, এটা কোনও সমাধান সূত্র নয়। জ্বালানির অগ্নিমূল্য বাজারে বাস ভাড়া নিয়ে রাজ্য সরকারের থেকে তাঁরা ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন।