যুগান্তকারী সিদ্ধান্ত। এবার পুলিশের চাকরির আবেদনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুযোগ করে দিল নবীন পট্টনায়েকের সরকার। কনস্টেবল এবং সাব–ইন্সপেক্টর পদে নিয়োগে আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। ঐতিহাসিক এই ঘোষণা করে ওড়িশা পুলিশ। সাব–ইন্সপেক্টরের ৪৭৭ শূন্যপদে ও কনস্টেবলের ২৪৪টি শূন্যপদে নিয়োগে এই আবেদন চাওয়া হয়েছে।
কিন্তু কেন এমন করা হল? জানা গিয়েছে, এরা কাজ করতে পারে। তাহলে রাস্তায় রাস্তায়, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা চাওয়া করতে হবে না তাদের। সমাজের মূল স্রোতে ফিরতে পারবে তারা। কাজের বিনিময়ে অর্থ রোজগার করে জীবননির্বাহ করতে পারবে তারা। সংবাদমাধ্যমকে পুলিশের ডিজি জানান, সাব–ইন্সপেক্টর ও কনস্টেবলের শূন্যপদে এই প্রথমবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। যদিও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন না। পুলিশের মূলত টেকনিকাল বিভাগে কনস্টেবলের নিয়োগ হবে।
তৃতীয় লিঙ্গের সবাই কি পারবেন আবেদন করতে? জানা গিয়েছে, সাব–ইন্সপেক্টর পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েট হলেই হবে। যদিও কনস্টেবল পদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। কম্পিউটার পরীক্ষার পাশাপাশি শারীরিক ও দক্ষতামূলক পরীক্ষাতেও বসতে হবে প্রার্থীদের। ওড়িশা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।