করোনার জেরে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু হল আমেরিকায়। ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। ফলে আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮৭৩। তাই আগামী দু’সপ্তাহ আমেরিকার জন্য খুবই যন্ত্রণার হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে সতর্ক করে বলা হয়েছে, করোনার কারণে প্রায় ২,৪০,০০০ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আগামী দু’সপ্তাহ খুব যন্ত্রণাদায়ক হতে চলেছে। যে কঠিন দিন আসতে চলেছে তার জন্য সব আমেরিকানদের তৈরি থাকতে বলছি।’ উল্লেখ্য, এই মুহূর্তে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,৮৮,১৭২ জন। যে সংখ্যাটা ইতালি, স্পেন এবং চীনের থেকে অনেক বেশি।
হোয়াইট হাউসের করোনা রেসপন্স কো–অর্ডিনেটর দেবোরা বিরক্স বলেন, ‘কোনও ম্যাজিক টীকা নেই। আমাদের আচরণই বলে দেবে আগামী ৩০ দিনে পরিস্থিতি কোনদিকে যাবে।’ তবে জোরালভাবে সোশ্যাল ডিসট্যানসিঙের পক্ষে সওয়াল করেন তিনি। আর সতর্ক করে জানান, আমেরিকায় এক লাখ থেকে ২,৪০,০০০ লোকের করোনায় মৃত্যু হতে পারে।