বাংলাদেশ

ভারত–বাংলাদেশ বন্ধ ট্রেন চলাচল

করোনা পরিস্থিতিতে এবার ভারত–বাংলাদেশের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই–কমিশনার জানান, আগামী ২ সপ্তাহের জন্য দু’দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তারপর পরিস্থিতি বিচার করে ফের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে বাংলাদেশ সূত্রে খবর।
বাংলাদেশ–ভারতের মধ্যে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। কলকাতা থেকে মৈত্রী ও ঢাকা থেকে বন্ধন এক্সপ্রেস বাদেও নিউ জলপাইগুড়ি থেকেও নতুন ট্রেন চালু হয়েছে। মার্চ মাসে ভার্চুয়াল উদ্বোধন করেছেন দু’দেশের প্রধানমন্ত্রী—নরেন্দ্র মোদী–শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সংক্রমণ রুখতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হল। স্থলপথে ভারত–বাংলাদেশের যাবতীয় যোগাযোগ বন্ধ করা হচ্ছে বলে খবর।
মার্চের গোড়া থেকে বাংলাদেশে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি। তাই এবার আরও একধাপ এগিয়ে সীমান্ত বন্ধের পদক্ষেপ হিসেবে দু’দেশের মধ্যে ট্রেন ও অন্যান্য যাত্রী পরিবহণ স্তব্ধ করার সিদ্ধান্ত নিল হাসিনা প্রশাসন। আগামী ১৪ দিন পণ্যবাহী গাড়ি বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে ছাড় রয়েছে।