আজিমগঞ্জ-ফরাক্কা রেলপথের মাঝে অহিরণের কাছে রেললাইনে বড়সড় ধস। কয়েকদিন একটানা বৃষ্টির ফলে রেললাইনের তলার মাটি ধুঁয়ে গিয়ে বিপদজনকভাবে ঝুলতে থাকে। মালদা ডিআরএম অফিস সূত্রে জানা যাচ্ছে, অহিরণ সেতুর কাছেই রেললাইনে ধস দেখতে পান রেলকর্মীরা। বিপদ বুঝে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ আহিরণের এই ধস সামনে আসে। তারপরেই মেরামতির কাজ শুরু হয় জরুরি ভিত্তিতে।
মালদহের ডিআরএম জিতেন্দ্র প্রসাদ জানিয়েছেন, শুক্রবার বিকেলে মেরামতির কাজ শুরু হয়েছে। তবে ধসের এলাকা বেশি হওয়ায় কাজ শেষ হতে ৮-১০ ঘন্টা লেগে যাবে। এই শাখায় পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে পাঠানো হয়েছে।
অহিরণে রেললাইনে ধসের জেরে শনিবার পর্যন্ত বাতিল করা হয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস, নবদ্বীপ এক্সপ্রেস ও হাওড়া–জামালপুর এক্সপ্রেস। বাকি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে পাকুড়, রামপুরহাট হয়ে। জানা যাচ্ছে, ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়েই গিয়েছে এই রেল লাইন। পাশেই প্রায় ২০০ মিটার লম্বা আহিরণের ফিডার ক্যানাল সেতু। মুর্শিদাবাদে একটানা বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন, তাতেই ক্যানালের জলস্তর বেড়েছে। ফলে রেললাইনের তলার মাটি অনেকটাই ধুঁয়ে গিয়েছিল। এতেই সেতুতে ওঠার মুখে রেললাইন কিছুটা ঝুলে যায়। বিপদ বুঝে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ওই রেলপথ। আপাতত মেরামতির কাজ চলছে জোরকদমে। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ কর্তারা গিয়েছেন।