ব্রেকিং নিউজ রাজ্য

শিয়ালদহ মেন শাখায় বাতিল ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

ফের যাত্রী ভোগান্তি! শনি ও রবিবার শিয়ালদহ মেন শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, দমদম ও নৈহাটির মধ্যে রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত ১১ টা থেকে রবিবার সকাল ১০.৪৫ পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে।

অন্যদিকে শুক্রবার থেকেই ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। যার কারণে আগামী ৫ দিন দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সবমিলিয়ে ২৭ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত দমদম-নৈহাটির মধ্যে ১৮ ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

আপ ও ডাউন শিয়ালদহ-বারাকপুর লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-নৈহাটি লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল

এদিকে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে। এই তালিকায় রয়েছে-
পাটনা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস
রক্সোল-হাওড়া এক্সপ্রেস
হাতিয়া-বর্ধমান এক্সপ্রেস
বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস
আজমগড়-কলকাতা এক্সপ্রেস
মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেন।