ব্রেকিং নিউজ রাজ্য

ফের শিয়ালদহ শাখায় বাতিল ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

ফের শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। শনি ও রবিবার আবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে। ক’দিন আগেই শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মেরামতি এবং সিগন্যালিংয়ের কাজের জন্য চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন ট্রেন যাত্রীরা। এমনকী নির্দিষ্ট সময়ের পরও স্বাভাবিক হয়নি পরিষেবা।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দমদম ও বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। একই সঙ্গে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন দুটি লাইনে কাজ চলবে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। যার জন্য ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।