দেশ ব্রেকিং নিউজ

‘Train to Manipur’, এবার রেল মানচিত্রে যোগ হল মনিপুরও

ভারতের রেল মানচিত্রে এবার ঢুকে পড়ল মনিপুর। উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যে রেলপথ নিয়ে যাওয়ার কাজ ছিল বেশ চ্যালেঞ্জিং। সব বাধা অতিক্রম করে অবশেষে মনিপুর পৌঁছে গেল প্রথম প্যাসেঞ্জার ট্রেন। যদিও সেটা ট্রায়াল রান ছিল, তবুও ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। শুক্রবার অসমের শিলচর থেকে মণিপুরের ভেনগাইচুনপাও পর্যন্ত একটি প্যাসেঞ্জার ট্রেনের পরীক্ষামূলক দৌঁড় সফলভাবে হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল।

স্বাধীনতার ৭৪ বছর পর অবশেষে মণিপুরে ট্রেন পৌঁছল। ভেনগাইচুনপাও নাগাল্যান্ড সীমান্তের খুব কাছে অবস্থিত। ফলে নাগাল্যান্ডের বাসিন্দারাও এই ট্রেন থেকে সুবিধা নিতে পারবে। ফলে অর্থনীতি, পর্যটন, সামাজিক পরিকাঠামো সবটারই সার্বিক উন্নতি হবে ওই রাজ্যদুটির। ভবিষ্যতে ট্রেনের গতিপথ আরও বাড়িয়ে নাগাল্যান্ডেও পৌঁছে দেওয়া হবে রেলপথ, বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্তারা জানিয়েছেন, শিলচর থেকে মণিপুরের তামেংলং জেলার ভেনগাইচুনপাও পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের একটি রেক পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। যা সফলভাবে পৌঁছে গিয়েছিল গন্তব্যে। এবার আরও কয়েকটি খুঁটিনাটি পরীক্ষা বাকি। সেটা হয়ে গেলেই রেলমন্ত্রী পীযূষ গয়াল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মণিপুরের প্রথম যাত্রীবাহী ট্রেনের। পরীক্ষামূলক ট্রায়ালের ট্রেনের ভিডিয়ো টুইটারে পোস্ট করেন উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের স্বাধীনভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি লেখেন, ‘ঐতিহাসিক মুহূর্ত। ভারতের রেল মানচিত্রে মণিপুর যুক্ত হল।