দেশ ব্রেকিং নিউজ

বালেশ্বরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা

ওডিশার বালেশ্বরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা । গত শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের যে স্থানে দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন, সেই বাহানাগা রেল স্টেশন থেকে মঙ্গলবার সকালে গন্তব্যের উদ্দেশ্যে ধীর গতিতে রওনা হয়েছে ট্রেন ।

অভিশপ্ত ট্রেন দুর্ঘটনার পর কেটেছে দীর্ঘ সময়, মানুষের হাহাকার, কান্না এখনও থামেনি। ওডিশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত হতেই দুর্ঘটনাগ্রস্ত রুটে রবিবার থেকে শুরু হয়েছে ট্রেন পরিষেবা। সর্বপ্রথম দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটেছে কয়লাবোঝাই একটি মালগাড়ি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে রবিবার রাত ১০.৪০ মিনিট নাগাদ ভাইজাগ বন্দর থেকে একটি কয়লাবোঝাই মালগাড়ি রাউরকেলা স্টিল প্ল্যান্টের দিকে যাত্রা শুরু করে।

গত শুক্রবার বেঙ্গালুরু-হাওড়া ট্রেনটি যে ট্র্যাকে মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল, সেই ট্র্যাকে মালগাড়িটি চালানো হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, “ডাউন-লাইনে পুনরুদ্ধার সম্পূর্ণ হয়েছে। প্রথম ট্রেন চলাচল করেছে।” ডাউন লাইন চালু হওয়ার মাত্র দুই ঘণ্টা পর আপ লাইনও চালু হয়। একটি খালি মালগাড়ি দুর্ঘটনাকবলিত অংশের আপ লাইনে প্রথম চলে। এই ট্র্যাকেই করমণ্ডল এক্সপ্রেসটি লুপ লাইনে প্রবেশ করার আগে একটি মালগাড়িতে ধাক্কা মারে। সোমবার সকালে প্যাসেঞ্জার ট্রেনও চলাচল করেছে দুর্ঘটনাগ্রস্ত রুটে।

এদিকে, রেল দুর্ঘটনায় নিহত ১০১ জনের দেহ এখনও শনাক্তকরণ হয়নি, এমনটাই জানিয়েছেন, ডিআরএম ইসিআর (ভুবনেশ্বর) রিঙ্কেশ রায়। তিনি বলেছেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রায় ১,১০০ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওডিশার বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০ জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় মারা যাওয়া ২৭৮ জনের মধ্যে ১০১ জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি।” এদিকে, খুব শীঘ্রই এই দুর্ঘটনার তদন্তভার হাতে তুলে নিতে পারে সিবিআই।