শিয়ালদহ মেন লাইনে প্রায় একমাস ধরে চলছে লোকাল ট্রেনের সমস্যা। রেল লাইনে কাজের জন্য বাতিল থাকছে একাধিক ট্রেন। রবিবার হাওড়া–বর্ধমান কর্ড শাখায় দিনভর বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলবে বেলানগরে। তাই শনিবার রাত সাড়ে বারোটা থেকে রবিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত বর্ধমান থেকে বেলানগরের মধ্যে আপ ও ডাউনে ১৬ জোড়া ট্রেন বাতিল থাকবে।
রবিবার কুম্ভ, কোলফিল্ড, মুম্বই এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে ঘুরে যাবে। এদিকে, শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত নৈহাটি স্টেশনে কাজ চলবে। সে কারণে শনিবার রাতে থাকবে বাতিল শিয়ালদহ–নৈহাটি, শিয়ালদহ–রানাঘাট ও শিয়ালদহ–শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল। এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে পাঁচজোড়া শিয়ালদহ–নৈহাটি লোকাল, তিনজোড়া শিয়ালদহ–রানাঘাট লোকাল, চারজোড়া শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল, দুইজোড়া শিয়ালদহ–বারাকপুর লোকাল। আর বাতিল থাকছে একজোড়া করে শিয়ালদহ–শান্তিপুর, শিয়ালদহ–কৃষ্ণনগর, শিয়ালদহ–গেদে, দমদম জংশন এবং বারাকপুর লোকাল।
You must be logged in to post a comment.