ব্রেকিং নিউজ রাজ্য

শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ভোগান্তির শিকার অফিস যাত্রীরা। এমনকি সময় মত ঘোষণা করা হচ্ছে না ট্রেনের সময়সূচী। শনিবার সকাল থেকে শিয়ালদহ মেন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকায় চূড়ান্ত ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাওয়ায় বেশ বিরক্ত নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, শিয়ালদহ মেন শাখায় নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। যে কারণে শনিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এই কাজের জন্যই দেরিতে চলছে বেশিরভাগ লোকাল ট্রেন।

নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হয় অফিস যাত্রীদের। তাঁদের অভিযোগ, প্রায় প্রতিটি ট্রেনই ২০-২৫ মিনিট দেরিতে চলছে। একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে ট্রেন। এমনকি কখন কোন ট্রেন ছাড়বে, তার ঘোষণাও সঠিক ভাবে করা হচ্ছে না বলে অভিযোগ।

যাত্রীদের হয়রানির কথা মেনে নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। এর জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝের সময়টা বেছে নেওয়া হয়েছে। যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়। যাত্রীদের সামান্য সমস্যা হবে ঠিকই। তবে ভবিষ্যতে সুবিধাই হবে।