সেনাবাহিনীতে পুনর্বহাল নিয়ে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ পরিকল্পনার বিরোধিতা ক্রমশঃ বাড়ছে। এদিন সমস্তিপুরে জম্মু তাবি গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় ট্রেনের দুটি বগি পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে হাজীপুর বারাউনি রেলওয়ে সেকশনের মহিউদ্দিননগর স্টেশনের কাছে। বৃহস্পতিবার, বিহারে বিক্ষোভকারীরা রেললাইনের ব্যাপক ক্ষতি করেছে।
অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ফের রেলকে টার্গেট করতে শুরু করে বিক্ষোভকারীরা। প্রথমে বক্সারের ডুমরানে ট্রেন থামানো হয়। এর পরেই আরাহর বিহিয়ানের কাছে ট্রেনে পাথর ছোড়ার খবর সামনে আসে। এদিকে, ব্যস্ত দিল্লি-হাওড়া রুটের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আররাহতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা বৃহস্পতিবার থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি, ইউপির বালিয়াতেও, অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে রেলস্টেশনে হট্টগোল ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। যদিও বৃহস্পতিবার সন্ধ্যায়, কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পের ঊর্ধ্বসীমা 21 বছর থেকে বাড়িয়ে 23 বছর করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শুক্রবার সকালে আবারও ট্রেন থামানোর প্রক্রিয়া শুরু করেছে বিক্ষোভকারীরা।
অন্যদিকে শুক্রবার সকালে বনগাঁ শিয়ালদহ রুটের ঠাকুরনগর স্টেশনে সেনাবাহিনীর নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নতুন পরিকল্পনার প্রতিবাদে ঠাকুরনগরে অবরোধ-বিক্ষোভ করে চাকরিপ্রার্থীরা। অবরোধের ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। প্রায় ঘন্টা দুয়েক অবরোধের পর উঠে যায় অবরোধ।
উল্লেখ্য, আর্মির নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে৷চার বছরের সেনার চাকরি মানতে নারাজ দেশের যুব সমাজ।সারা দেশেই কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চলছে।