পূর্ব বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে রাজ্য পুলিশের সিআইডির গাড়ি। জানা যায় মৃত এক সিআইডি অফিসার সহ দু’জন। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন গাড়ির চালক।
জানা যায়, মঙ্গলবার বেলায় পূ্র্ব বর্ধমান থেকে কলকাতার দিকে আসছিল সিআইডির (CID) একটি গাড়ি। চালক ছাড়া তাতে ছিলেন সিআইডির ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। জানা যায় তাঁর নাম প্রশান্ত নন্দী। গাড়িতে ছিলেন এক সিভিক ভলান্টিয়ারও। নাম সন্তোষ সরকার। সূত্রের খবর, জামালপুরের দুই নম্বর জাতীয় সড়কে মোহন পুর এলাকায় একটি কন্টেনারে ধাক্কা মারে সিআইডির গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি।
বিষয়টি নজরে আসতেই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। পাশাপাশি ঘটনাস্থলে আসেন জামালপুর থানার পুলিশ। তড়িঘড়ি তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্ধমান সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকরা প্রশান্ত নন্দী ও সন্তোষ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিত্সা চলছে গাড়ির চালকের।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিআইডির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা দেয় কন্টেনারে। তার জেরেই এই দুর্ঘটনা। গাড়িতে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। খবর পেয়ে হাসপাতালে আসেন বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়।