ভয়াবহ দুর্ঘটনা ছত্তিশগড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গ জেলার একটি গভীর খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস। রাতের ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময়ই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত আরও ১৪ জন শ্রমিক। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। সেসময় ঘটে যায় বিপত্তি। দুর্গ জেলার কুমহারি এলাকায় বাসটি বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং খাদে পড়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নামে উদ্ধারকারী দল। বাসটিকে এখনও খাদ থেকে তোলা সম্ভব হয়নি। তবে, বাসের ভিতর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম আরও ১৪ জন শ্রমিক।
দুর্গের জেলা শাসকের তরফে জানানো হয়েছে, আহত ১৪ জনের মধ্যে ১২ জনকে রায়পুরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই। শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ছত্তিশগড়ের দুর্গ জেলায় ঘটা বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনার যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা রইল। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন তিনি। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।