শ্বশুর – শাশুড়ির দাবি মতো বাপের বাড়ি থেকে ফ্রিজ না আনায় বধূকে এলোপাথাড়ি মেরে খুন করল শ্বশুরবাড়ির লোকেরা। পরে প্রমাণ লোপাটের চেষ্টায় গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হাড়োয়া থানার কুচিয়ামোড়া গ্রামের ঘটনা। এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম আলপনা মন্ডল।
উত্তর ২৪ পরগণার দত্তপুকুর থানার জয়পুল এলাকার বাসিন্দা আলপনার সঙ্গে বছর তিনেক আগে দেখাশুনা করে বিয়ে হয় হাড়োয়ার বাসিন্দা বিশ্বজিত্ মণ্ডলের। শ্বশুর শাশুড়ির দাবি মতো বিয়েতে যৌতুক দেওয়া হয়। বিয়ের পরে আরও পণের দাবিতে বাপের বাড়ি থেকে টাকা ও জিনিসপত্র আনার চাপ দেওয়া হতে থাকে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বেশ কয়েক ধরেই বাপের বাড়ি থেকে ফ্রিজ আনার জন্য গৃহবধূকে চাপ দিচ্ছিল শ্বশুর ও শাশুড়ি। বাপের বাড়ি থেকে ফ্রিজ না আনতে পারায় বুধবার গৃহবধূকে এলোপাথাড়ি মারধর করে প্রথমে শ্বাস রোধ করে খুন করে। এরপর প্রমাণ লোপাটের জন্য গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুরবাড়ির সদস্যরা। ইতিমধ্যেই শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুনীর বাবা অনিন্দ্র সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালেও আলপনার চিত্কার শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা। তাঁকে মারধর করা হচ্ছিল বলে জানান প্রতিবেশীরা। তারপর আচমকাই তাঁর আর্তচিত্কার শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই সব চুপ হয়ে যাওয়ায় সন্দেহ হওয়ায় তাঁরা এসে দেখেন, অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে আলপনা।