মর্মান্তিক দুর্ঘটনা কাঁকিনাড়ায়। মঙ্গলবার কাঁকিনাড়া স্টেশনের কাছে প্রেমচাঁদনগরের লাইন ধারে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটির জিআরপি-আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিশ। মৃত শিশুর নাম চিকু পাসওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে শোকাস্তব্ধ গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল ছয় বছরের চিকু। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ১১ বছরের মহেশ সাউ নামের অপর এক শিশুর। বিস্ফোরণে কারণে তার একটি হাত গুরুতর জখম হয়েছে।
মর্মান্তিক এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী জে.এন.এম হাসপাতালে ভর্তি করানো হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িয়ে রয়েছে,তাও খতিয়ে দেখছে পুলিশ।
You must be logged in to post a comment.