ওড়িশায় মহানদীতে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহিলা ও শিশু-সহ আরও ৭ জন নিখোঁজ বলেই জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, এদিন বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে নৌকায় মহানদী পারাপার করছিলেন ৫৮ জন যাত্রী। সেই সময় হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেইসঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মৎস্যজীবীরা। অনেকে সাঁতার করে পারে ওঠেন। কিন্তু জলে ডুবে মৃত্যু হয় চার জনের। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল থেকেও ফের নদীতে তল্লাশি শুরু করে ওড়িশার ব়্যাপিড অ্যাকশন ফোর্স। মর্মান্তিক দুঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।