কলকাতা থেকে পুরী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা উড়িষ্যার বদচনা জেলার জাজপুরে। বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন, আহত ১৫।
জানা গিয়েছে, শনিবার শ্যামলী নামের বাসটি কলকাতার এসপ্ল্যানেড থেকে রওনা হয়ে পুরীর দিকে যাচ্ছিল। কলকাতা থেকে পুরী গামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘাত হয় সিমেন্ট বোঝাই লরির। ঘটনাস্থলেই মারা যান ২ বাসযাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।