জেলা ব্রেকিং নিউজ

জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনা

কোচবিহারের তুফানগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু-সহ চারজনের। শনিবার বিকেলে মারুগঞ্জ এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বসা খোলা বাজারে ঢুকে পড়ে। জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ছাড়া ১০ জন গুরুতর আহত। কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নং ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার পাকুরতলায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মানুষকে পিষে দেয়। দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন, বাসুদেব ঘোষ, বিল্লু দাস, ক্ষিতীশ কার্জী। মৃত অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, এদিন বিকেলে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার পাকুরতলায় জাতীয় সড়কের উপর দিয়ে আসছিল ওই ডাম্পারটি । সেই সময় সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বেশ কয়েকজন মানুষকে পিষে দেয় ওই ডাম্পারটি।

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৩১ নং জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার পর থেকে পলাতক ডাম্পারের চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। ডাম্পারটি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজারের বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পুলিশ।