ভয়াবহ পথ দুর্ঘটনা কাশ্মীরে। খাদে বাস পড়ে গিয়ে ১১ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সকালে জম্মু কাশ্মীরের পুঁঞ্চ জেলার সওজিয়ান এলাকাতে যাত্রী সহ একটি মিনি বাস খাদে উল্টে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয় একাধিক যাত্রী। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছেছে জম্মু কাশ্মীর পুলিশ। উদ্ধার কাজ শুরু করে জওয়ানরা। অন্যদিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শোকপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের গর্ভনর মনোজ সিনহা। নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। আহতদের শীঘ্রই চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলার জন্যও নির্দেশ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
সম্প্রতি জম্মু কাশ্মীরের পহেলগাঁও এলাকায় গভীর খাদে বাস পড়ে বাস । সেই দুর্ঘটনায় ছয় জনের মৃত্যুর খবর মিলেছিল। এছাড়াও আহত হয়েছিলেন ৩৭ জন আই টি বি পি জওয়ান এবং দু’জন পুলিশ কর্মী। বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে পড়ে যায়। পুরো দুমড়ে মুচড়ে যায় বাসটি।