দেশ ব্রেকিং নিউজ

উত্তরপ্রদেশের কাসগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত শিশুসহ ১৫ তীর্থযাত্রী

ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কাসগঞ্জে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত শিশু সহ ১৫ জন তীর্থযাত্রী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বহু তীর্থযাত্রী। জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাস্নানের জন্য গ্রামের বাসিন্দারা ট্রাক্টরে করে হরিদ্বারে যাচ্ছিলেন তারা। কাশগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় ওই ট্রাক্টরটি।ঘটনাস্থলে মৃত্যু হয় ১৫ জন তীর্থযাত্রীর। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা।

স্থানীয় সূত্রে খবর, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতেই এদিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই ট্রাক্টরের চালক। তারপরেই সোজা পুকুরে গিয়ে পড়ে তীর্থযাত্রী ভর্তি ট্রাক্টরটি। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷।