জম্মু– কাশ্মীরে খাদে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লো নিরাপত্তা বাহিনীর জওয়ানদের একটি বাস। জানা গিয়েছে,ওই বাসে করেই অমরনাথ যাত্রার ডিউটি থেকে ফিরছিলেন জওয়ানরা। বাসটি মঙ্গলবার চন্দনওয়াড়ি থেকে পহেলগাঁওয়ে দিকে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে আসার আগেই ব্রেক ফেল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। খাদে পড়ে গিয়ে একেবারে দুমড়ে–মুচড়ে গিয়েছে বাসটি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ৬ জওয়ানের মৃত্যু হয়েছে । এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। জানা গিয়েছে, বাসটিতে মোট ৩৯ জন জওয়ান ছিলেন। তার মধ্যে ৩৭ জন ইন্দো–টিবেতান বর্ডার পুলিশের জওয়ান। দু’জন ছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ।
আহতদের এয়ারলিফ্টের মাধ্যমে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরে। সেখানকার আর্মি হাসপাতালে চিকিৎসা চলছে আহত জওয়ানদের। জানা গেছে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় অন্তত ১৯টি অ্যাম্বুল্যান্স। বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের দলতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মৃত ছয় জওয়ানই ইন্দো–টিবেতান বাহিনীর সদস্য বলে জানা গেছে। ছয় জওয়ানের মৃতদেহ পহেলগাঁওয়ের সিভিল হাসপাতালে রাখা হয়েছে।