জেলা ব্রেকিং নিউজ

মর্মান্তিক দুর্ঘটনা কামারকুন্ডু উড়ালপুলে

কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধনের কয়েকঘণ্টার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। শুক্রবার রাতে কামারকুণ্ডু রেল ওভারব্রিজে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত হয় আরও ১ জন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম তরুণ কুমার মন্ডল(৪৮)। তাঁর বাড়ি কামারকুন্ডু মধ্য হিজলা এলাকায়। অপরদিকে আহত জসীমউদ্দিনের বাড়ি ডানকুনি মোল্লাবেড় এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার বিকালে বহু বিতর্কিত কামারকুণ্ডু রেল ওভারব্রিজ উদ্বোধনের পরই সেটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় তরুণ কুমার মন্ডল দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে ওই ব্রিজ দিয়ে সিঙ্গুরের দিকে আসছিলেন। সেই সময়ই উলটো দিক থেকে জসীমউদ্দিন মোটরবাইক চালিয়ে আসছিলেন। এরপর ব্রিজের মাঝখানে দুই মোটরবাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। দুজনেই মোটরবাইক থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ। তাদের উদ্ধার করে সিঙ্গুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তরুণ কুমার মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জসিমউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডানকুনির একটি বেসরাকরি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার বিকালে হুগলির সিঙ্গুরের কামারকুণ্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েক ঘন্টার মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনার ফলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।