দিল্লিগামী যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজনেই মহিলা বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অগ্নিদগ্ধ হয়েছে বাসের বহু অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাসযাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার সন্ধে প্রায় সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে গুরুগ্রামের দিল্লি-জয়পুর হাইওয়েতে।
জানা গিয়েছে, এদিন একটি ঠিকাদার সংস্থার কর্মীদের নিয়ে জয়পুর থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। গুরুগ্রামের ঝারসা ফ্লাইওভারের কাছে আসতেই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে বাসযাত্রীরা আতঙ্কিত হয়ে যান। বাসের ভিতরে দগ্ধ হয়ে ২ মহিলার মৃত্যু হয়। আগুনের লেলিনহান শিখা ক্রমশ বাড়তে থাকে। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে এবং গুরগ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন এবং পুলিশ। এরপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান তারা।
চলন্ত বাসে হঠাৎ করে কীভাবে আগুন লাগল, তা নিয়ে দমকলের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বাসের ইঞ্জিনে শটসার্কিটের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলেই অনুমান দমকল আধিকারিকদের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। নমুনা পরীক্ষার পরেই আগুন লাগার আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।