বাংলাদেশ

লকডাউনের মধ্যে ঢাকায় যানজট!‌

লকডাউনে যানজট দেখেছেন?‌ এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। কারণ ঢাকা শহরের পথঘাট যানজটে পূর্ণ। সোমবার সপ্তাহের প্রথম দিন প্রচুর গাড়ি চলছে রাস্তায়। ফলে গন্তব্যে পৌঁছতে বেশ কিছু দেরি হচ্ছে নিত্যযাত্রীদের। আগামী ১৪ এপ্রিল থেকে কড়া লকডাউনের পথে যাচ্ছে বাংলাদেশ। তার যাবতীয় নির্দেশিকা ধাপে ধাপে প্রকাশ করছে প্রশাসন। কিন্তু তার আগেই যেভাবে লকডাউন ভাঙার প্রবণতা দেখা যাচ্ছে জনতার মধ্যে, তা বিপজ্জনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার বাংলাদেশের মন্ত্রী পরিষদের পক্ষ থেকে জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা–কর্মীরা নিজেদের বাড়ি থেকে কাজ করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরের কার্যালয়গুলি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকবে। তবে বসে কেউ খাবার খেতে পারবেন না। চালু থাকবে অনলাইন ডেলিভারি পরিষেবা।
শিল্প সংস্থা ও কারখানাগুলিতে স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ চালু থাকবে। তবে শ্রমিকদের প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহণে যাতায়াত করাতে হবে। ১৪ তারিখ থেকে এক সপ্তাহের জন্য কড়া লকডাউন চালু হচ্ছে বাংলাদেশে। তাই তার আগে কর্মস্থলগুলি থেকে বাড়ি ফেরার তাড়া রয়েছে বহু মানুষের। ফলে ফেরিঘাট, বাসস্ট্যান্ডে ভিড় বাড়ছে।