রাজ্য লিড নিউজ

ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ডাক: বেড়ে গেল আলুর দাম

আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে সোমবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয় আলু ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের প্রভাব পড়তে শুরু করেছে আলুর দরে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ, যাঁরা হিমঘর থেকে আলু বের করে বাজারে সরবরাহ করার কাজটি করেন, তাঁরাই কর্মবিরতিতে। তার জেরে রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের করা হয়নি সোমবার।

সূত্রের খবর, এর ফলে আলুর দাম কিলোপিছু কোথাও কোথাও এক টাকা বেড়েছে। এবার তা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ডাকা ধর্মঘটের প্রভাবে ব্যাহত হচ্ছে আলু সরবরাহ।